মির্জাপুরে আগুনে নিঃস্ব হেলালকে নতুন ঘর দেবে আর্ন অ্যান্ড লিভ 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৫, ১৫:১৩
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে আগুনে বসতঘরসহ মালামাল পুড়ে নিঃস্ব হওয়া দিনমজুর হেলালকে নতুন ঘর তৈরি করে দেবে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিভ।

শুক্রবার বিকালে আর্ন অ্যান্ড লিভ-এর প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসী পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যান। এ সময় তিনি হেলালের হাতে এক মাসের ইফতার সামগ্রী তুলে দেন এবং ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দেন।

দেশের মূলধারার নিউজ পোর্টাল ঢাকা টাইমসেমির্জাপুরে বসতঘর পুড়ে নিঃস্ব দিনমজুর শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হলে যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিভ-এর প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসী ঘটনাস্থল পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পুড়ে যাওয়া বসতঘর পুনর্নির্মাণের আশ্বাস দেন।

শুক্রবার গভীর রাতে পৌরসভার নম্বর ওয়ার্ড বাওয়ার কুমারজানী পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে দিনমজুর হেলালের বসতঘরে আগুন লাগে। আগুনে ঘর এবং ঘরে থাকা ধান-চাল, ছাগল, গৃহপালিত পশু আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আর্ন অ্যান্ড লিভ-এর প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসী বলেন, তার সংগঠন দেশের নিঃস্ব অসহায় প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় তিনি পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আগুনে নিঃস্ব পরিবারটির খবর প্রকাশ করায় ঢাকা টাইমসকে ধন্যবাদ জানান তিনি।

(ঢাকাটাইমস/৮মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৫ বছর পর পাকিস্তানে কার্যক্রম বন্ধ করল মাইক্রোসফট
২ ঘণ্টা পর রানওয়ে থেকে সরানো হলো সেই বিমান 
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ১০
মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা, ৬ জনকে আটক করেছে র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা