আইপিএলে খেলতে চান মোহাম্মদ আমির

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৫, ১৯:৫৭
অ- অ+

২০০৮ সাল থেকে পথচলা শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের। বিশ্বের নামিদামি ক্রিকেটাররা খেলে থাকেন আইপিএলে। তবে রাজনৈতিক বৈরিতার কারণে আইপিএলে খেলার সুযোগ পান না পাকিস্তানি ক্রিকেটাররা। যদিও নাগরিকত্ব পরিবর্তন করে খেলার সুযোগ পাবেন তারা। এই সুযোগ কাজে লাগানোর পরিকল্পনা করছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।

আইপিএল থেকে পাকিস্তানি ক্রিকেটারদের নিষিদ্ধ করার পর দেশটির সাবেক ক্রিকেটার আজহার মাহমুদ বৃটেনের নাগরিকত্ব নিয়ে এক মৌসুম খেলেছিলেন এই লিগে। এবার সেই পথেই হাঁটছেন মোহাম্মদ আমির।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান জাতীয় দল থেকে অবসর নিয়েছেন আমির। স্ত্রী নারজিসের মাধ্যমে এখন চেষ্টা করছেন যুক্তরাজ্যের নাগরিকত্ব নেওয়ার। আর সেটা মিলে গেলেই আইপিএলে খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন পাকিস্তানি এই তারকা।

সম্প্রতি এক অনুষ্ঠানে আমির বলেন, ‘পরের বছর থেকে আমার সুযোগ তৈরি হচ্ছে, যদি হয় তবে কেন নয়!, অবশ্যই আমি আইপিএলে খেলতে চাই।'

পাকিস্তানের খেলোয়াড় হয়ে আইপিএলে নাম লেখালে নিজ দেশে এর প্রতিক্রিয়া কী হবে, এমন প্রশ্নের জবাবে আমির বলেন, 'পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু আমাদের সাবেক ক্রিকেটাররা ধারাভাষ্য দিয়েছেন এবং ফ্র্যাঞ্চাইজির কোচও ছিলেন।'

মূলত ওয়াসিম আকরাম এবং রমিজ রাজার দিকে ইঙ্গিত করছিলেন আমির।কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বোলিং কোচ হিসেবে দেখা গেছে আকরামকে। অপরদিকে ধারাভাষ্যকার হিসেবে আইপিএলে ছিলেন রমিজ রাজা।

আইপিএলে সুযোগ পেলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে চান আমির। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটের দেয়া ব্যাট উপহারের কথা স্মরণ করে তিনি বলেন, ‘বিরাট অসাধারণ। তিনি প্রতিভার কদর করেন। বিরাট আমাকে তার ব্যাট উপহার দিয়েছিল এবং আমি তার এই আচরণে অভিভূত।’

(ঢাকাটাইমস/০৮ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
পিপিএম পদক পেলেন এসপি কুদরত-ই-খুদা
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা