ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক মারা গেছেন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০২৫, ২২:৪৭| আপডেট : ১৩ মার্চ ২০২৫, ২৩:৩৬
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন।

বৃহস্পতিবার রাতে মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১০টা ৪৫ মিনিটে চিকিৎসক জানিয়েছেন, তিনি (আরেফিন সিদ্দিক) আর নেই। জানাজার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে, আজিমপুরে বাবা-মায়ের কবরের পাশেই আগামীকাল তাকে দাফন করা হবে।

এর আগে গত ৬ মার্চ দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য ছিলেন। ২০০৯-২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন আরেফিন সিদ্দিক। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।

২০২০ সালের ১৫ জুলাই বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত হন আরেফিন সিদ্দিক। তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতির দায়িত্বও সামলাচ্ছেন।

(ঢাকাটাইমস/১৩মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে: সিইসি
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ইয়াবাসহ তিন কারবারি গ্রেপ্তার
মালদ্বীপে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ড. নাজমুল ইসলাম
১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা