বনশ্রীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৫, ১৫:৩৪
অ- অ+

রাজধানীর বনশ্রী ব্লক-সি এলাকায় দ্রুতগামী পিকআপভ্যানের ধাক্কায় দেলোয়ার হোসেন (৩১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার সকাল পৌনে ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দেলোয়ারের মামাতো ভাই মো. ইমরান হোসেন বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন দোলোয়ার। রাতে তার বন্ধুকে চেকআপ করার জন্য হাসপাতালে রেখে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

রাত দেড়টার দিকে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন দেলোয়ার। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মৃত্যু হয় তার।

তিনি আরও বলেন, দেলোয়ারের গ্রামের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। দক্ষিণ বনশ্রীর নন্দীপাড়া এলাকায় থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে কাতার
কুয়েটের ভিসি মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবি এনসিপির
উত্তরা কৃষক লীগের সহ-সভাপতি নেতা হানিফ গ্রেপ্তার
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি: কোহিনুর কেমিক্যালের সুপারভাইজার বিধান বাবু আটক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা