কিশোরগঞ্জে নদী বাঁচানোর দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৫, ১৮:৩৫
অ- অ+

কিশোরগঞ্জ জেলা শহরের মাঝ দিয়ে বয়ে চলা নরসুন্দা নদীর জায়গা অবৈধ দখল মুক্ত করে উৎসমুখ খননের মাধ্যমে পানি প্রবাহ ফিরিয়ে আনাসহ জেলার ছোটবড় ৪৩টি নদীর পানিপ্রবাহ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও পথসভা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধন ও পথসভায় সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধন ও পথসভায় বক্তব্য দেন জেলা পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, পরিবেশকর্মী একেএম আব্দুল কাদির হিরু, সিপিবি নেতা আব্দুর রহমান, বাপার প্রত্নতত্ত্ব উপকমিটির সদস্য সচিব আমিনুল হক সাদী, সাংবাদিক খায়রুল ইসলাম,নারীনেত্রী চন্দ্রা সরকার, কামরুন্নাহার, শিক্ষক আকিব প্রমুখ।

মানববন্ধনে জেলার গুরুত্বপূর্ণ নরসুন্দা নদীর জায়গা দখল মুক্তকরণ, দূষণরোধ, পানির প্রবাহ ফিরিয়ে আনা এবং নদীটির উৎসমুখ হোসেনপুর উপজেলার কাউনার বাঁধটি খুলে দেওয়ার দাবি জানান বক্তারা। এছাড়াও জেলার সকল নদ-নদীর পানি প্রবাহ নিশ্চিত করার দাবি জানান তারা।

(ঢাকা টাইমস/১৪মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুবাইয়ে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসের জমকালো আয়োজন
মোবাইল অপারেটরদের রোমিং বিল টাকায় গ্রহণের অনুমতি বাংলাদেশ ব্যাংকের
বদিসহ সেন্টমার্টিনের ১৯ হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
অবৈধ অভিবাসন রোধ ও পুলিশের সামর্থ্য বাড়াতে সহযোগিতা করবে ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা