সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবরদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৫, ১৮:৩৯
অ- অ+

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে পাবনার বেড়ার শাহপাড়া মামার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোহাম্মদ আলী (১৪) রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের আব্দুল আলিমের ছেলে।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, বেড়া উপজেলার শাহপাড়ায় মামার বাড়ি থেকে গ্রেফতারের পর ওই কিশোরকে সিরাজগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়। পরে বিকালে তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।

গত ৯ মার্চ ওই ধর্ষণের ঘটনা ঘটে। মাঝে চার দিন সামাজিকভাবে সালিশের নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার রাতে নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এনজিওর মাধ্যমে পরিচালিত একটি স্কুলে পড়াশোনা করে সাত বছর বয়সী ওই শিশুটি। স্কুলঘরের মালিকের স্ত্রী সেখানে শিক্ষকতা করেন। পাঠদানের পাশাপাশি স্কুলটিতে শিশুদের সাঁতার শেখানো হয়।

ঘটনার দিন সকালে ওই শিক্ষিকার ছেলে শিশুটিকে আরেকটি ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি ঘটনা জানালেও তার স্বজনরা বিষয়টি থানায় অবগত না করে গোপন রেখেছিলেন। নির্যাতিত শিশুটি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

(ঢাকাটাইমস/১৪মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
৩২ বছর পর ৩১ জুলাই হতে যাচ্ছে জাকসু নির্বাচন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা