বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের সব বৈষম্য দূর করার আশ্বাস আমির খসরুর

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৫, ২০:১৩| আপডেট : ১৫ মার্চ ২০২৫, ২০:২১
অ- অ+

আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায্য দাবি জাতীয়করণসহ যৌক্তিক সব বৈষম্য দূর করার আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা আজ শনিবার (১৫ মার্চ) বেলা একটায় চট্টগ্রাম মহানগরের মেহেদীবাগস্থ বাসভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

উপাধ্যক্ষ নুরুল আলম রাজুর নেতৃত্বে উত্তর জেলা, মহানগর, কলেজ শিক্ষক মাধ্যমিক শিক্ষকের প্রতিনিধিদল এতে অংশ নেন।

শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে জাতীয়করণসহ সব বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষক সমিতি দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলন করে আসছে।

সৌজন্য সাক্ষাতে আমির খসরু মাহমুদ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক নেতারা। এ সময় বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে বিএনপির বর্ষীয়ান নেতা তার দল আগামী দিনে সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায্য দাবি জাতীয়করণসহ যৌক্তিক সব বৈষম্য দূর করার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি অধ্যক্ষ নাজিম উদ্দীন, বাশিস জেলা যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবুল হোসেন ভুইয়া, মহানগর আহবায়ক অধ্যাপক শাহ আলম মজুমদার, উত্তর জেলা বাশিস আহবায়ক বিভাগীয় সম্পাদক মো. তৌহিদুল ইসলাম টিপু, যুগ্ম আহবায়ক মো. আইয়ুব, বাশিস মহানগর সহ-সভাপতি অধ্যাপক হেদায়েত উল্লাহ, যুগ্ম আহবায়ক মো. আবদুল হক, পারভিন সুলতানা, জিয়াউর রহমান মানিক, উত্তর জেলার সদস্য সচিব মোবারক আলী, মোমিন হাজারী, সীতাকুণ্ড সভাপতি জাফর ছাদেক, এবিএম গোলাম নূর, হাটহাজারী আহবায়ক মো. গিয়াস উদ্দিন, আলমগীর হোসেন, মোহাম্মদ নুরুন্নবী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলমগীর হোসেন, মো. রাহাত উল্লাহ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাগর-রুনির হত্যাকারী দুজন, তবে শনাক্ত করা যাচ্ছে না: টাস্কফোর্সের প্রতিবেদন
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া
টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন ‘স্মার্টকার্ড’ দেওয়া হবে: খাদ্য উপদেষ্টা 
খালেদা জিয়ার লন্ডন ফেরত, সিলেটে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা