বগুড়ায় আগুনে পুড়ে প্রতিবন্ধীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৫, ১২:৪০| আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১২:৫৮
অ- অ+

বগুড়ার দুপচাঁচিয়ায় আগুনে পুড়ে আফতাব উদ্দিন (৫০) নামে এক প্রতিবন্ধী ব‌্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার আমঝুপি সখিনার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আফতাব উদ্দিন উপজেলার গুনাহার ইউনিয়নের আমঝুপি গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে। তি‌নি পেশায় মু‌দি দোকা‌নি ছি‌লেন।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, প্রতিদিনের ম‌তো আফতাব তার মু‌দি দোকান বন্ধ করে ঘুমিয়ে পড়েন। হঠাৎ দোকান ঘরে আগুন লাগে। স্থানীয় লোকজন আগুন দেখে নেভানোর চেষ্টা করে। পাশাপা‌শি তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে মুদি দোকানি এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম আগুনে পুড়ে মুদি দোকানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৬মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে কারণে ৩৬ রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন বাতিল করল সরকার
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: বিপিডিবি চেয়ারম্যান
উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
বৈষম্যবিরোধীরা রক্ষীবাহিনী মতো আচরণ করছে: ছাত্রদল সম্পাদক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা