মির্জাপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৫, ১৪:১৮| আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৪:২০
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে মাদরাসা পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনার প্রধান আসামি ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার সকালে ৫ দিনের রিমান্ড আবেদন করে আসামিকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

এর আগে মামলার প্রধান আসামিকে পালাতে সহায়তা করায় এবং গ্রাম্য সালিশে প্রভাব বিস্তার করায় ধর্ষক ফিরোজ মিয়ার ছেলে সাব্বির হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজাতে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, গত ১৭ ফেব্রুয়ারি উপজেলার আজাগানা ইউনিয়নের একটি গ্রামে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীকে (৯) বরই পেরে দিবে বলে ফুসলিয়ে টয়লেটের ভেতরে নিয়ে ধর্ষণ করেন একই এলাকার ফিরোজ মিয়া। ঘটনার এক সপ্তাহ পর স্থানীয় আব্দুল মালেক, বাবুল ও ফাজুসহ কয়েকজন গ্রাম্য মাতব্বর এই ঘটনা ধামাচাপা দিতে সালিশ করেন। সালিশে ধর্ষককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে গত ৮ মার্চ ঢাকা টাইমসসহ একাধিক পত্রিকা-অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। ঘটনার ১৯ দিন পর নিউজ প্রকাশিত হলে ওই দিন ৮ মার্চই শিশুটির মা পাঁচজনের নাম উল্লেখ করে আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন। মামলা দায়েরের খবর পেয়ে আসামিরা আত্মগোপনে চলে যান।

টাঙ্গাইল পুলিশ সুপারের নির্দেশে পুলিশ আসামিদের ধরতে দেশের বিভিন্ন স্থানে একের পর এক অভিযান পরিচালনা করতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে মামলার প্রধান আসামি ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন শিশু ধর্ষণের ঘটনার প্রধান আসামি ফিরোজ মিয়াকে গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়া মাতব্বরদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রযেছে বলে তিনি জানিয়েছেন।

(ঢাকা টাইমস/১৬মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা