ঝিনাইদহে বিল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ সদরের সোনাদহ বিল থেকে আব্দুল লতিফ (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত আব্দুল লতিফ গোয়ালপাড়া গ্রামের মৃত আইনুদ্দিন মণ্ডলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ভোর রাতের দিকে ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশের সোনাদহ বিলে মাছ ধরতে যান আব্দুল লতিফ। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরে সকালে কৃষকরা বিলে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও পরিবারকে খবর দেয়। এসময় পুলিশ তার পরিবারের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
(ঢাকা টাইমস/১৯মার্চ/এসএ)

মন্তব্য করুন