সুনামগঞ্জে সড়কের মাটি ভরাট করা নিয়ে দ্বন্দ্ব, ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৫, ২২:৫৮| আপডেট : ১৯ মার্চ ২০২৫, ২৩:১৭
অ- অ+

সুনামগঞ্জের মধ্যনগরে সড়কের মাটি ভরাট করাকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে আব্দুল গণি (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। অভিযুক্ত রুবেল মিয়ার (২৫) সম্পর্কে নিহতের ভাতিজা।

নিহত আব্দুল গণি মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে খায়রুল ইসলাম বলেন,বাড়ির সামনের সড়কে মাটি ভরাটকে কেন্দ্র করে তার বাবা আব্দুল গণি ও চাচাতো ভাই সোহেল (৩০) ও রুবেল মিয়ার (২৫) সঙ্গে কথা-কাটাকাটি হয়।এক পর্যায়ে রুবেল ও সোহেল উত্তেজিত হয়ে তার বাবা গণিকে ধারালো ছুরি দিয়ে গলায় ও হাতে আঘাত করে। পরে স্থানীয়রা তার বাবা গণিকে উদ্ধার করে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গণিকে মৃত ঘোষণা করেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সজীব রহমান সাপ্তাহিক জনতাকে বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা