গুলশানে সন্ত্রাসীদের গুলিতে যুবকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৫, ২৩:৩৭
অ- অ+

রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার সামনে সন্ত্রাসীদের গুলিতে সুমন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সুমন মহাখালী টিভিগেট এলাকায় ইন্টারনেট সংযোগ অফিসে চাকরি করেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশ প্লাজার উত্তর পাশের সড়কে এ গুলির ঘটনা ঘটে। ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আল আমিন হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছে সুমন নামের ওই ব্যক্তিকে টার্গেট করে গুলি করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার জন্য ও গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমরা কাজ করছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাত ৯টার দিকে পুলিশ প্লাজার উত্তর পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করলে তিনি দৌড়ে রাস্তার ওপর চলে যান। কিন্তু তারপরও সন্ত্রাসীরা তাকে করে গুলি করে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) তারেক মাহমুদকে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২০মার্চ/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
জাতীয় প্রেস ক্লাবের বিবৃতি: মিডিয়াকে হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ
কুমিল্লায় নার্সারি থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা