পঞ্চগড়ের গণধর্ষণ মামলার আসামি সাদ্দাম কমলাপুর স্টেশনে গ্রেপ্তার

পঞ্চগড়ের সদর থানায় গণধর্ষণ মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিমো. সাদ্দামকে (৩২) রাজধানীর কমলাপুর স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে ঢাকা রেলওয়ে পুলিশের ডিবির টিম।
শুক্রবার সকালে রেলওয়ে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ‘গতকাল রাত ১০টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন হতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পঞ্চগড়ের সদর থানায় সংঘটিত গণধর্ষণ মামলার অন্যতম পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে।’
আনোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি ঘটনার পরপরই পঞ্চগড় থেকে পালিয়ে ঢাকায় এসে দীর্ঘ ৩ বছর আত্মগোপনে ছিলেন। পঞ্চগড় আদালতে তার বিরুদ্ধে গণধর্ষণ মামলার বিচার কার্যক্রম চলমান। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
(ঢাকাটাইমস/২১মার্চ/এলএম/এজে)

মন্তব্য করুন