শিল্পকলায় তিন দিনব্যাপী সুফি ও কাওয়ালি সংগীত প্রশিক্ষণের শেষ দিন আজ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৫, ১৪:১৯
অ- অ+

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় গত বুধবার (১৯ মার্চ) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী সুফি ও কাওয়ালি সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। সেদিন বিকাল ৩টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এই কর্মশালা শুরু হয়।

আজ (২১ মার্চ) সেই প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন। যথারীতি দুপুর ২টা থেকে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

তিন দিনব্যাপী এই কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে রয়েছেন কাওয়ালী শিল্পী মো. সমীর হোসেন (সমীর কাওয়াল)। কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রশিক্ষণ বিভাগের কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুন নাহার এবং সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (সংগীত) এস এম শামীম আকতার।

সংগীতের সকল ধারাকে সমানভাবে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে সুফি ও কাওয়ালি সংগীতের বৈচিত্র্যময়তা তুলে ধরতে এই কর্মশালা আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে সুফি ও কাওয়ালি শিল্পী তৈরি করার মধ্য দিয়ে সংগীতের বিশেষ এই ধারাকে সর্বসাধারণের মাঝে প্রচার ও প্রসার ঘটানোই কর্মশালার উদ্দেশ্য।

(ঢাকাটাইমস/২১মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর লক্ষ্য সরকারের: ড. খলিলুর রহমান
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
বাঞ্ছারামপুরের শারীরিক নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান  
কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা