ডিপিএল: শান্ত-মিঠুনে ভর করে টানা ৬ জয়ে শীর্ষে আবাহনী

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৫, ১৯:৩০
অ- অ+

জমে উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মাঠের লড়াই। আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে ডিপিএলের সপ্তম রাউন্ডের খেলা। ডিপিএলের ষষ্ঠ রাউন্ড শেষে পয়েন্ট প্রাপ্তিতে যৌথভাবে শীর্ষে থাকা তিনে ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সক।

সপ্তম রাউন্ডের প্রথম দিনে শুক্রবার গাজী গ্রুপ ক্রিকেটার্সক ২ উইকেটে হারিয়েছে আবাহনী। এতে টেবিলের শীর্ষস্থান নিজেদের দখলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

৭ ম্যাচে টানা ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের এক নম্বর দল এখন আবাহনী। আগামীকাল শনিবার যদি অগ্রণী ব্যাংক হেরে যায়, তাহলে আবাহনী এককভাবে থাকবে সবার ওপরে। সেটি না হলে আবাহনীর সঙ্গে যৌথভাবে শীর্ষে থাকবে ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংক

শুক্রবার বিকেএসপি ৪ নম্বর মাঠে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে দেরি হয়। ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ৩৬ ওভারে। আবাহনীর মুমিনুল হকের বাঁহাতি স্পিন ভেলকির সঙ্গে অন্য দুই বাঁহাতি স্পিনার রাকিবুল ও মাহফুজুর রাব্বি এবং ফর্মের চূড়ায় থাকা মোসাদ্দেক হোসেন সৈকতের সাড়াশি বোলিং আক্রমণে ৩৫.১ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায় এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ।

আগের ম্যাচে মোহামেডানকে হারিয়ে দেওয়া গাজী গ্রুপের টপ স্কোরার আজ অধিনায়ক বিজয়। মোহামেডানের বিপক্ষে হার না মানা শতক (১৪৯) উপহারের পর শুক্রবার আবাহনীর সাথেও রান করেছেন তিনি। এদিন বিজয়ের ব্যাট থেকে আসে ৭৬ বলে ৬৮ রানের সাবলীল ইনিংস। এছাড়া ওয়াসি সিদ্দিক করেন ৪২ রান।

জবাবে আবাহনী জয়ের বন্দরে পৌঁছে ৬ বল আগে। অভিজ্ঞ মোহাম্মদ মিঠুন (৭৭ বলে ৭৬) ও অধিনায়ক শান্ত তৃতীয় উইকেটে ১৩১ রানের জুটি আবাহনীর জয়ের ভীত গড়ে দেন। মাত্র ১৬ রানে ২ ওপেনার জিসান আলম (১০) ও পারভেজ ইমন (৬) আউট হওয়ার পর হাল ধরেন শান্ত ও মিঠুন।

মিঠুনের ৭৭ বলে ৭৬ রানের ইনিংসের সঙ্গে শান্তর অবদান ৬৩ বলে ৪৩ রান। কিন্তু ১ রানের ব্যবধানে দুই সেট ব্যাটার আউট হলে ম্যাচের চিত্র পাল্টে যেতে থাকে। শেষ দিকে মোসাদ্দেক (১৪ বলে ১৮) ও মুমিনুল (২৫ বলে ২৪) সময়ের দাবি মিটিয়ে দলকে জয়ের কাছে পৌঁছে দেন।তাতেই এবারের লিগে গুরুত্বপূর্ণ জয় পায় আবাহনী।

(ঢাকাটাইমস/২১ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর লক্ষ্য সরকারের: ড. খলিলুর রহমান
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
বাঞ্ছারামপুরের শারীরিক নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান  
কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা