মোহাম্মদপুরে চিহ্নিত চাঁদাবাজ ফারুক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থেকে চিহ্নিত চাঁদাবাজ ফারুককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মোহাম্মদপুর এলাকায় ব্যবসা-বাণিজ্য, ফ্ল্যাট ক্রয় বিক্রয়, জায়গা জমি ক্রয় বিক্রয় এমনকি দোকানপাট ভাড়া নিতে হলেও তাকে চাঁদা দিতে হতো বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বসিলা হাউজিং এলাকায় সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সময় তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা।
সেনাবাহিনীর একটি সূত্র ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, চাঁদাবাজ ফারুক এর নামে জানুয়ারি ২০২৫ সালে মোহাম্মদপুর থানায় একটি চাঁদাবাজির মামলা হয়। এই চাঁদাবাজ বিভিন্ন ব্যবসায়ী এবং এলাকাবাসীর কাছ থেকে ভয়-ভীতি এর মাধ্যমে চাঁদাবাজি করে আসছিল। এলাকায় যেকোনো ব্যবসা-বাণিজ্য, ফ্ল্যাট ক্রয় বিক্রয়, জায়গা জমি ক্রয় বিক্রয় এমনকি কোন দোকানপাট ভাড়া নিতে হলেও তাকে চাঁদা দিতে হয়, না দিলে তারা বিভিন্ন উৎপাত এবং হয়রানিমূলক কর্মকাণ্ড করে বলে এলাকাবাসী জানায়।
মোহাম্মদপুর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তার অধীনস্থ বাকিদের ধরতে অভিযান পরিচালনা করা হবে। এছাড়াও এদের পেছনে আর কোন গডফাদার আছে কিনা সেটাও খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/২২মার্চ/এলএম/এমআর)

মন্তব্য করুন