হামাসের সামরিক গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৫, ০৯:১৫| আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৩:৫৫
অ- অ+

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ গাজায় অভিযানে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাস যোদ্ধাদের অনুপ্রবেশের পরিকল্পনাকারী এবং সমন্বয়ক ওসামা তাবাশকে "নির্মূল" করা হয়েছে।

এতে বলা আরও হয়েছে, ওসামা তাবাশ হামাসের নজরদারি এবং স্থলভাগে যুদ্ধ কৌশল ইউনিটের প্রধানের দায়িত্বেও ছিলেন।

এদিকে ইসরায়েলের এ দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, মঙ্গলবার ভোর থেকে যুদ্ধবিরতি ভেঙে গাজা উপত্যকা জুড়ে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এদিন দখলদার বাহিনীর হামলায় নারী-শিশুসহ চার শতাধিক ফিলিস্তিনি নিহতসহ হামাস-নিয়ন্ত্রিত সরকারের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে হত্য করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি নিরাপত্তা ও চিকিৎসা সূত্র।

হামাস সরকারের নিরাপত্তা সূত্রের মতে, নিহতদের মধ্যে কমপক্ষে পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাদের পরিবার রয়েছে।

নিহত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং গাজায় সরকারি ফলো-আপ কমিটির প্রধান ইসাম আল-দালিস; হামাসের বিচার মন্ত্রণালয়ের উপমন্ত্রী আহমেদ ওমর আল-হাত্তা; হামাসের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা; হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার মহাপরিচালক বাহজাত হাসান আবু সুলতান এবং গাজার রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং জরুরি কমিটির প্রধান আবু ওবেদা আল-জামাসি।

সূত্র: স্কাই নিউজ, রয়টার্স

(ঢাকাটাইমস/২২মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাইন্ডফুলনেস থেরাপি দূরে করে হাজারো রোগ
পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান উপদেষ্টা
চলতি বছরে ডিএনসিসি এলাকায় পাঁচ লাখ গাছ লাগানো হবে, জানালেন প্রশাসক
গরমে পানিশূন্যতা দূর করে আখের রস, কিডনি সুস্থ রাখে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা