সুন্দরবনের গহিনে আগুন জ্বলছে, পানি নেই, কাটা হচ্ছে ফায়ার লাইন

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৫, ১৭:৫৬| আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৮:০১
অ- অ+
ফাইল ছবি।

সুন্দরবনের বাংলাদেশ অংশের গহিনে আগুন লেগেছে। কিন্তু আগুন কাছাকাছি কোনো পানির উৎস না থাকায় আগুন নেভানোর কাজ করা কষ্ট হচ্ছে। তবে আগুন যাতে বনের অন্যত্র ছড়িয়ে পড়তে না পারে সে জন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটছেন বনরক্ষীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় এই আগুন লেগেছে। শনিবার (২২ মার্চ) সকালে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখেন বনসংলগ্ন এলাকার বাসিন্দারা। বন বিভাগ দুপুরে আগুন নেভানোর প্রাথমিক কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের শরণখোলা স্টেশনের কর্মকর্তা আবতাদ ই আলম সংবাদমাধ্যমকে জানান, শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার স্টেশন ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। প্রত্যন্ত এলাকা হওয়া এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। রামপাল ও কচুয়া থেকে তাদের আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের একজন কর্মকর্তা জানান, যেখানে আগুন লেগেছে তার আশপাশে পানির কোনো উৎস নেই। বনের খাল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে গহিন বনে আগুন জ্বলছে। খালে জোয়ার উঠলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে।

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবনে গত ২২ বছরে ২৫ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সবগুলোই ঘটেছে পূর্ব সুন্দরবন এলাকায়। এসব আগুনের ঘটনার তদন্ত প্রতিবেদন বলছে, বেশির ভাগ আগুন লেগেছে জেলে-মৌয়ালদের অসাবধানতায়। গত বছরও আগুনে প্রায় সাত একর বন পুড়ে যায়।

(ঢাকাটাইমস/২২মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা