মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭১

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় চার ঘণ্টাব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ। অভিযানে ছিনতাইকারী, মাদক কারবারিসহ ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ঢাকা টাইমসকে এ তথ্য জানান।
তিনি জানান, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের নিদের্শনায় তেজগাঁও ও মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, মোহাম্মদপুর ও আদাবর থানার অফিসার ইনচার্জসহ উভয় থানার চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
তালেবুর রহমান বলেন, “শনিবার সকাল থেকে প্রায় চার ঘণ্টাব্যাপী মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান, গোটগাট, লাউতলা, জেনেভা ক্যাম্প ও তাজমহল রোড এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এতে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়।”
অন্যদিকে একই সময়ে আদাবর থানাধীন শেখেরটেক, শ্যামলী হাউজিং প্রকল্প, আদাবর, সুনিবিড় হাউজিং ও মেহেদীবাগ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
উভয় থানায় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চোর, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/২২মার্চ/ এলএম/এফএ)

মন্তব্য করুন