ঢাকা-ভৈরব বাজার রুটে নরসিংদী কমিউটার ট্রেনের চলাচল শুরু, খুশি এলাকাবাসী

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৫, ০৯:৪৮| আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৯:৫৪
অ- অ+

ঢাকা-ভৈরব বাজার রুটে যাত্রা শুরু হয়েছে নরসিংদী কমিউটার ট্রেন।

বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশন স্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী রেজাউল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর (পরিবহন) পরিদর্শক শাহজাহান পাটোয়ারি প্রমুখ।

নতুন ট্রেনের যাত্রা শুরু উপলক্ষে ভৈরব বাজার জংশনে দেখা্ গেছে সাজসাজ রব। নতুন ট্রেনের যাত্রায় উচ্ছ্বসিত বন্দরনগর ভৈরবের মানুষ। অল্প সময়ে ঢাকা যেতে পারার সুযোগ পেয়ে খুশি তারা। এসময় ভোর হওয়ার পর থেকেই ভৈরব স্টেশনে ভিড় করেন যাত্রী ও স্থানীয়রা। উদ্বোধনী ট্রেনকেও সাজানো হয় নান্দনিক রূপে।

স্থানীয়রা জানান, ভৈরব ও নরসিংদীবাসীর দীর্ঘদিনের দাবি আজকে পূরণ হলো। এই ট্রেনটি চালু হওয়ার পর এ অঞ্চলের মানুষ রাজধানী শহর ঢাকায় দিনের ভিতরে যার যার কাজ শেষ করে বাড়ি ফিরতে পারবেন। এছাড়া শহরে ব্যবসা বাণিজ্য ও কৃষিতেও ভূমিকা রাখবে এই রেলপথ।

স্টেশনে সকাল হওয়ার পরই মাইকে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকায় যেতে ট্রেনের টিকেট কিনেন স্থানীয় এক বাসিন্দা।

তিনি বলেন, “নরসিংদী থেকে এসেছি যাতে সবার আগে ট্রেনের টিকেট কেটে ঢাকায় যেতে পারি। সর্বপ্রথম আমি নতুন ট্রেনের যাত্রী হিসেবে টিকেট ক্রয় করেছি।”

নরসিংদী কমিউটার ট্রেন সকাল ৬টা৪৫ মিনিটে ভৈরব বাজার জংশন থেকে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে।

এই ট্রেনের আসন বিন্যাস অন্যান্য কমিউটার ট্রেনের মতো নয়। ‘নরসিংদী কমিউটার’ নামে এই নতুন ট্রেনটির আসন বিন্যাস মেট্রোরেলের মতো। দুই পাশে বেঞ্চের মতো আসন; মাঝে দাঁড়ানোর পরিসর বাড়ানো হয়েছে। ট্রেনে ১১টি বগি রয়েছে। তবে মহিলাদের জন্য ১টি বগি সংরক্ষিত রয়েছে। ট্রেনটিতে ৬৫২ জন যাত্রীর জন্য নির্ধারিত বসার সিট রয়েছে। এছাড়াও দাঁড়িয়ে দেড় হাজার যাত্রী ট্রেন ভ্রমণ করতে পারবেন। ট্রেনে নামাযের জন্য নির্ধারিক জায়গা ও ওযুর ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ রেলওয়ে সুত্রে জানা যায়, নরসিংদী কমিউটার-১ ট্রেনটি সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৯টা ৫ মিনিটে। নরসিংদী কমিউটার-৪ কমলাপুর রেলস্টেশন থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় ছাড়বে, ভৈরববাজার পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। ট্রেন দুটি পথিমধ্যে দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রাবিরতি করবে। কমিউটার ট্রেন দুটির টিকিট সংশ্লিষ্ট কাউন্টার হতে ইস্যু করা হবে।

বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর (পরিবহন) পরিদর্শক শাহজাহান পাটোয়ারি বলেন, “বাংলাদেশ রেলওয়ে প্রতিশ্রুতি অনুযায়ী যাত্রীদের নায্য সেবা দেওয়ার লক্ষ্যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা-ভৈরব বাজার রুটে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রা শুরু হয়েছে। সকাল ৯টায় উপদেষ্টা মহোদয় ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করে ট্রেন উদ্বোধন করবেন।”

এ বিষয়ে ভৈরব বাজার জংশন স্টেশন মাস্টার ইউসুফ বলেন, “এই অঞ্চলের দীর্ঘদিনের দাবি আজকে পূরণ হলো। সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব স্টেশন থেকে কমিউটান ট্রেন যাত্রা শুরু হয়। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা স্টেশনে এসে যার যার গন্তব্যে যেতে কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করেন। তারপর নির্ধারিত সময়ে ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা