পিরোজপুরের যুবলীগ কর্মী ‘মদ বাবু’ ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৫, ২৩:৪৩
অ- অ+
ফাইল ছবি

পিরোজপুর সদর উপজেলা যুবলীগ কর্মী বাবু হাওলাদার ওরফে ‘মদ বাবু’কে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার বাবু হাওলাদার পিরোজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে। এলাকায় তিনি যুবলীগের প্রভাবশালী কর্মী হিসেবেই পরিচিত।

মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের জুলাই মাসে রাজধানীর পুরানা পল্টন ও সূত্রাপুর থানাধীন কবি নজরুল ইসলাম কলেজের গেট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এ হামলায় বাবু হাওলাদারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় ৩ শতাধিক সন্ত্রাসী অংশগ্রহণ করে। এ ঘটনায় হত্যা, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে কেরানীগঞ্জ থানার চর কালিগঞ্জ গ্রামের মো. শাহ আলমের স্ত্রী কিসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ ৮৮ জন নামীয় এবং অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় বাবু হাওলাদার ওরফে মদ বাবু ৪২নং আসামি।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, বাবু হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় ২০২৩ সালের ১২ ডিসেম্বর একটি হত্যা মামলা দায়ের হয়। এছাড়াও গত বছরের ২৪ আগস্ট পিরোজপুর সদর থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়। মদ বাবু গ্রেপ্তার হওয়ায় পিরোজপুরে স্বস্তির নিশ্বাস দেখা গেছে।

এ বিষয়ে পিরোজপুর পুলিশ সুপার খান মো. আবু নাসেরের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাবু গ্রেপ্তার হওয়ার বিষয়টি আমরাও শুনেছি। খোঁজ নিয়ে নিশ্চিত হওয়ার পরে বলতে পারব।

(ঢাকাটাইমস/২৬মার্চ/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে কাতার
কুয়েটের ভিসি মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবি এনসিপির
উত্তরা কৃষক লীগের সহ-সভাপতি নেতা হানিফ গ্রেপ্তার
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি: কোহিনুর কেমিক্যালের সুপারভাইজার বিধান বাবু আটক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা