শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা
দেওয়া হবে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি
ঢাকা টাইমস ডেস্ক
প্রকাশিত : ২৮ মার্চ ২০২৫, ২২:৫৪| আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৯:০৪

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে (পিকেইউ) বক্তৃতা করবেন।
শুক্রবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, অধ্যাপক ইউনূস আগামীকাল সকাল ১০টার দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। পিকিং বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।
প্রধান উপদেষ্টা চীনে চার দিনের সফর শেষে আগামীকাল শনিবারই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
(ঢাকাটাইমস/২৮মার্চ/এমআর)

মন্তব্য করুন