জামালপুরে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৫, ১৮:৪৯
অ- অ+

জামালপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-১) মাদকবিরোধী বিশেষ অভিযানে এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর অফিসার ইনচার্জ মো. নাজমুস সাকিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডলা পূর্বপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোছা. বৈশাখী (২২) এবং মো. সোহেল রানা (২৮)। দুজনই জামালপুর সদর উপজেলার ১১ নম্বর শাহবাজপুর ইউনিয়নের বাসিন্দা।

জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর অফিসার ইনচার্জ মো. নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি অভিযানিক দল কৈডলা পূর্বপাড়ায় মো. খলিলুর রহমানের বাড়ির পেছনে ইটের রাস্তার ওপর অভিযান চালায়। অভিযানে ৬০ পিস ইয়াবাসহ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/১০এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভয়াবহ আর্থিক সংকটে দেশের ৬ বিশেষায়িত ব্যাংক, খেলাপি ঋণ-মূলধন ঘাটতিতে বিপর্যয়
লুকিয়ে রাখা বাচ্চা আমার কাছে পৌঁছে দিলে ২০ হাজার ডলার দেব: তানজিন তিশা
মা-ছেলেমেয়েকে হত্যা: আড়াই ঘণ্টা অপেক্ষার পর আর ‘স্বীকারোক্তি দেননি’ বাচ্চু মেম্বার
আজ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা