খিলগাঁওয়ে কফিশপে তরুণীকে মারধরের ঘটনায় মামলা, ম্যানেজারসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৫, ২৩:৪৭| আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ২৩:৪৯
অ- অ+

রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় ‘আপন কফি হাউজ’ নামের একটি কফিশপের সামনে এক তরুণীকে মারধর করার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় আপন কফি হাউজের ম্যানেজারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মারধরের শিকার ভুক্তভোগী ওই তরণীর খোঁজ মেলেনি।

গ্রেপ্তারকৃত দু'জন হলেন- আপন কফি হাউজের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।

সোমবার (১৪ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ।

আতাউর রহমান বলেন, গত ১১ এপ্রিল রামপুরা থানার আপন কফি হাউজে এক তরুণী ঢোকার চেষ্টা করেন। তখন ক্ষিপ্ত হয়ে কফিশপটির ম্যানেজার আলামিন তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। তখন তরুণী খোঁড়াতে খোঁড়াতে সেখান থেকে চলে যান। এ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীকে মারধর করার ভিডিও নজরে আসার সঙ্গে সঙ্গে আপন কফি হাউজের অভিযান চালিয়ে ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা রুজু করেছে। আগামীকাল মঙ্গলবার দুজনকে আদালতে পাঠানো হবে।

তরুণীকে মারধরের বিষয়ে রামপুরা থানার ওসি বলেন, আটক দুজন জিজ্ঞাসাবাদে দাবি করেছেন- ওই তরুণী কফিশপে ঢুকে কাস্টমারদের বিরক্ত করতেন।

তরুণীকে খুঁজে বের করার চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, 'মারধরের মূল কারণ জানতে ভুক্তভোগী তরুণীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।'

এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তরুণী সেদিন কফিশপের প্রবেশপথের সামনে যান। তখন ওই দোকানের দুজন কর্মচারী ভেতর থেকে বেরিয়ে আসেন। এরপর কোনো কিছু না বলে তরুণীকে মারধর শুরু করেন একজন। পরে তরুণী দৌড়ে ঘটনাস্থল থেকে চলে যান।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা