পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃতুতে শোক প্রকাশ করেছেন বিশ্বনেতারা। তার মৃত্যুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইসরাইল, নেদারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা পৃথক শোক জানিয়েছেন।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
এক বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্ট পোপ ফ্রান্সিসের প্রশংসা করে বলেছেন, তিনি সবচেয়ে দুর্বল ও নিম্ন শ্রেণির মানুষদের পাশে ছিলেন।
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ শোক জানিয়েছেন। তিনি বলেছেন, পোপ ফ্রান্সিস সর্বোপুরি সব জনগণের মানুষ ছিলেন।
ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি রবার্টা মেটসোলা এক বিবৃতিতে বলেছেন, পোপ ফ্রান্সিসে বিশ্বের লাখো মানুষের হৃদয় জয় করেছিলেন।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এক বিবৃতিতে পোপের অসাধারণ উদারতার প্রশংসা করেছেন। তিনি আরও বলেছেন, পোপের প্রার্থনা অনুযায়ী মধ্যপ্রাচ্যে শিগগিরই শান্তি আসবে এবং গাজায় আটক জিম্মিরা নিরাপদে দেশে ফিরতে পারবেন।
পোপের মৃত্যুতে শোক জানিয়েছে ইরানও। বিশ্বের সব খ্রিষ্টান ধর্মালম্বীদের প্রতি শোক জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইরান ভ্যাটিকানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে।
পোপের মৃত্যুতে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট কারিন কেলার-সাটার বলেছেন, পোপ ফ্রান্সিস একজন ‘মহান আধ্যাত্মিক নেতা, শান্তির জন্য একজন অক্লান্ত প্রবক্তা’ ছিলেন।
এছাড়া আরও শোক জানিয়েছে স্পেন ও ইতালির নেতারা।
(ঢাকাটাইমস/২১এপ্রিল/এমআর)

মন্তব্য করুন