রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতালির রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন। এসময় তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, অধ্যাপক ইউনূস শুক্রবার বিকেলে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোমে পৌঁছান।
প্রধান উপদেষ্টা ভ্যাটিকান সিটির পিটার্স ব্যাসিলিকায় প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবারের অন্ত্যেষ্টিক্রিয়ার আগে পোপ ফ্রান্সিসের মরদেহ সেখানেই শায়িত রাখা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে অধ্যাপক ইউনূস আবারও সেন্ট পিটার স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করবেন।
(ঢাকাটাইমস/২৬এপ্রিল/এফএ)

মন্তব্য করুন