ডিএনসিসির উন্নয়নে বিনিয়োগ বিষয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা প্রশাসকের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৫, ২৩:৫১
অ- অ+

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রবিবার ঢাকার চীন দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতাধীন এলাকায় সাংস্কৃতিক ও অবকাঠামোগত উন্নয়নে চীনের বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়।

এছাড়া ঢাকার জলাবদ্ধতা দূরীকরণে চীনের ‘স্পঞ্জ সিটি’ মডেলের আদলে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কারিগরি ও আর্থিক সহায়তার আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক।

তিনি বলেন, ‘নিম্নআয়ের বাসিন্দাদের জন্য অন্তর্ভুক্তিমূলক নগর আবাসন সমাধানের জন্য আমরা কমিউনিটি-ভিত্তিক আবাসনে চীনের কারিগরি ও আর্থিক উভয় ক্ষেত্রেই সহায়তা প্রত্যাশা করি। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রযুক্তি বিশ্বে বিখ্যাত। ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে চীনের সঙ্গে আমরা কার্যক্রম এগিয়ে নিতে চাই।’

প্রশাসক বলেন, ‘ডিএনসিসিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চীনের ই-গভর্ন্যান্স এবং নাগরিক স্বচ্ছতা টুলস ব্যবহারে আগ্রহী। এছাড়া ঢাকার চারপাশে নদী পুনরুদ্ধারে চীনের সহযোগিতা প্রত্যাশা করি।’

বৈঠকে ঢাকা শহরে চায়না টাউন করার বিষয় উল্লেখ করেন ডিএনসিসি প্রশাসক।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশপ্রেম ও পেশাদারিত্ব যখন অপরাধ হয়ে ওঠে: রাষ্ট্রদূত সুফিউর রহমানের নীরব কূটনৈতিক যুদ্ধ
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
ট্রেন মিস করলেন তাবিথ আউয়াল?
গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে বিএনপির শোকজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা