এবারের পুলিশ সপ্তাহ আনুষ্ঠানিক না, কার্যকর করতে চাই: আইজিপি

‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে মঙ্গলবার শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ।
তবে গতানুগতিক বছরগুলোর মতো এবারের পুলিশ সপ্তাহে ব্যাপক আনুষ্ঠানিকভাবে করা হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম। তিনি বলেছেন, ‘এবারের পুলিশ সপ্তাহ আনুষ্ঠানিক না করে কার্যকর করতে চাই।’
সোমবার বিকাল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ সংক্লান্ত এক সংবাদ সম্মেলনে পুলিশপ্রধান এ কথা জানান।
পুলিশপ্রধান বলেন, ‘এবার পুলিশ সপ্তাহ অনাড়ম্বরভাবে করছি। যেখানে উৎসব-আনন্দ একদমই থাকছে না। পুলিশ সপ্তাহ আমরা আনুষ্ঠানিক না করে কার্যকর করতে চাচ্ছি। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য, ‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। এই ভাবনাটি আমরা দেশবাসীর মনে সঞ্চারিত করতে চাই। তারা যেন বলতে পারেন বৈষম্যহীন বাংলাদেশের এই পুলিশ আমাদের।’
তিনি বলেন, ’আনন্দ-উৎসব বাদ দিয়ে অনেক বেশি এবার অনেক বেশি কার্যকর সেশনগুলো করা, পেশাগত বিষয়াদি আলোচনা ও বিগত দিনের কর্মকাণ্ড খুঁজে বের করার বিষয়গুলো নিয়ে এই তিন দিন আমরা ব্যস্ত থাকব।’
আইজিপি জানান, সারা দেশের পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনারবৃন্দ, পুলিশ সুপারবৃন্দ আসবেন এবং সদরদপ্তরের উর্ধতন কর্মকর্তারা থাকবেন।
তিনি বলেন, ‘আগামী দিনে কিভাবে আরও উন্নত পুলিশি সেবা নিশ্চিত করতে পারি। সামনে যেসব চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো থেকে কিভাবে নিজেদের উত্তরণ করব, এ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।’
তিনি বলেন, ‘মাঠ পর্যায়ে বর্তমান পরিস্থিতি সবার কাছ থেকে নেব, জানবো এবং আগামী দিনে তারা কী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সেটা শুনবো।’
আইজিপি বলেন, গত ১৭ প্রধান উপদেষ্টা মাঠ পর্যায়ের পুলিশ সুপার এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার সকলকে এড্রেস করেছিলেন সেখানে একটি দিক নির্দেশনা ছিল আমরা সেগুলো কিভাবে বাস্তবায়ন করব এগুলো আলোচনা করব পুলিশ সুপার আমাদের এগুলো জানাবেন।
তিনি আরও বলেন, এবারের পুলিশ সপ্তাহে আমরা নাগরিক সমাজের সাথে একটি আলোচনা রেখেছি। যেখানে সাংবাদিক সাহিত্যেক শিক্ষক, গীতিকার, ক্রিয়াবিধ ও ছাত্র প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে। পুলিশিং এর বিষয়ে তাদের ধারণা এবং অভিজ্ঞতা, ৫ আগস্টের আগের ও পরের ভুলত্রুটির বিষয়গুলো তাদের কাছ থেকে শুনবো বিষয়গুলো শুনব।
পুলিশ সপ্তাহে সময়ে আমরা বরাবরের মতোই যারা প্রশংসনীয় কাজ করেছেন তাদের পদকে ভূষিত করে থাকি। প্রধান উপদেষ্টা উপস্তিত থেকে পদক প্রদানের জন্য সদয় সম্মতি দিয়েছেন। তিনি নিজেই পদক প্রদান করবেন।
(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এলএম/এজে)

মন্তব্য করুন