দায়িত্ব বুঝে নিলেন নতুন আইজিপি বাহারুল আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৪, ১১:৫৫| আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬
অ- অ+

পুলিশের ৩৩তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম। বৃহস্পতিবার সকালে তিনি বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন।

পুলিশ সদরদপ্তরের একাধিক সূত্র ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র বলছে, সকালে আইজিপি পদে দায়িত্ব পাওয়া বাহারুল আলম পুলিশ সদরদপ্তরে আসেন। সেখানে আনুষ্ঠানিকভাবে বিদায়ী আইজিপির কাছ থেকে তার দায়িত্ব বুঝে নেন। এরপর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।

অন্যদিকে বিদায়ী আইজিপি ময়নুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তিনি সরকারের কোনো একটি মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পেতে যাচ্ছেন।

বুধবার এক প্রজ্ঞাপনে প্রাক্তন অতিরিক্ত আইজিপি বাহারুল আলমকে আগামী দুই বছরের জন্য পুলিশের মহাপরিদর্শক করে সরকার। নবাগত পুলিশপ্রধান একসময় পুলিশের বিশেষ শাখার এসবির প্রধান ছিলেন। দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান। পুলিশে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন।

২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদরদপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন বাহারুল আলম। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন।

একইদিন পৃথক আরেক প্রজ্ঞাপনে আওয়ামী লীগ আমলে বাধ্যতামূলক অবসরে দেওয়া অতিরিক্ত ডিআইজি শেখ মো. সাজ্জাত আলীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার করা হয়। গত সোমবার তার চাকরি পুনর্বহাল করে অন্তর্বর্তী সরকার। আজ তিনিও ৩৭তম ডিএমপি কমিশনার হিসেবে মো. মাইনুল হাসানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এসএস/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জ্যামাইকা টেস্ট: ১২৮ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
নাহিদ রানার ফাইফারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিড পেল বাংলাদেশ
হিন্দুত্ববাদী ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান
আইনজীবী আলিফ হত্যায় জড়িতের দ্রুত বিচার চান মেয়র শাহাদাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা