সিটিটিসি কার্যালয় পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসির প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার বেলা ১১টায় মিন্টো রোডের সিটিটিসি কার্যালয় পরিদর্শন করেন তিনি।
পরে ডিএমপি কমিশনার সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সিটিটিসির কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
কমিশনারের সঙ্গে ছিলেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম প্রমুখ।
ঢাকাটাইমস/২৭নভেম্বর/এসএস/ইএস
মন্তব্য করুন