শ্রীপুরে বাসচাপায় নারী শ্রমিক নিহত
গাজীপুরের শ্রীপুরে নতুন বাজার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় মোছা. বিলকিছ আক্তার নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোছা. বিলকিছ আক্তারের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি থানার মালিয়াপাড়া গ্রামে। তিনি ভবানীপুর এলাকায় ট্রাস্ট নীটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে জুনিয়র অপারেটর পদে চাকরি করতেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, এদিন সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে শেরপুর থেকে ঢাকাগামী আমানি পরিবহনের একটি বাস মহাসড়ক পার হওয়ার সময় বিলকিছ আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
(ঢাকা টাইমস/১৭নভেম্বর/এসএ)
মন্তব্য করুন