আলফাডাঙ্গায় হেরেছিল নৌকার রহমান, এই ধারা রাখতে হবে: খন্দকার নাসির
দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের আওতাভুক্ত আলফাডাঙ্গা উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর কাছে নৌকার প্রার্থী আবদুর রহমান হেরেছিল বলে মন্তব্য করেছেন কৃষকদলের কেন্দ্রীয় সহ সভাপতি ও সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম।
তিনি বলেছেন, গত সংসদ নির্বাচনে আলফাডাঙ্গা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী ২০ হাজার ভোটে জয় লাভ করেছিল। এই উপজেলার মানুষ আওয়ামী লীগের বাইরে ভোট দিতে শিখে গেছে। আগামী নির্বাচনেও আলফাডাঙ্গার মানুষ এই ধারা অব্যাহত রাখবে।
সোমবার বিকাল ৩টায় আলফাডাঙ্গা লোকাল বাসস্টান্ডে উপজেলা কৃষকদলের উদ্যোগে শেখ হাসিনার ফাঁসির দাবিতে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
‘হাসিনা পালিয়ে গেলেও তার দোসরদের রেখে গেছে’ মন্তব্য করে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘হাসিনার দোসররা আলফাডাঙ্গায় অস্ত্র নিয়ে মিছিল করে পরিবেশ অশান্ত করার চেষ্টা করেছে। তাদেরকে দ্রুত আইনের আওতার এনে বিচার করতে হবে।
কৃষকদলের কেন্দ্রীয় এ নেতা আরও বলেন, ‘বহু বছর ধরে আলফাডাঙ্গাবাসীর ওপর জুলুম-নির্যাতন করা হয়েছে। আর কোনো জুলুম-নির্যাতন সহ্য করা হবে না। অচিরেই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন। স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদের শায়েস্তা করা শুরু হবে এই আলফাডাঙ্গা থেকেই।’
দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের আশা রেখে ফরিদপুর-১ আসনের সাবেক এই এমপি বলেন, ‘বিএনপি নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেইসঙ্গে আওয়ামী লীগকে প্রতিহত করে বিজয় ছিনিয়ে আনতে হবে।’
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফরিদপুর-১ আসনের আলফাডাঙ্গায় এটিই সবচেয়ে বড় জনসমাবেশ অনুষ্ঠিত হলো। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাদী জিয়া। প্রধান বক্তা ছিলেন মধুখালি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রাকিব হোসের চৌধুরী ইরান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব নূরুজ্জজামান খসরু।
অন্যদের মধ্যে বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান আব্বাস, পৌর বিএনপির আহবায়ক রবিউল ইসলাম রিপন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সদস্য সচিব ইস্রাফিল মোল্যা, উপজেলা যুবদলের আহবায়ক মো. শাহিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক নেয়ামত পারভেজ আহবায়ক যুবদল, আরব আলী, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি, নজরুল ইসলাম, বিএনপি নেতা লিয়াকত বিশ্বাস ও কৃষকদলের নেতা আরব আলী জনসভায় উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৮নভেম্বর/প্রতিনিধি/ডিএম)
মন্তব্য করুন