মির্জাপুর উপজেলা কৃষক দলের সদস্যসচিবকে অব্যাহতি
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষক দলের সদস্যসচিব আলী আজম খান উথানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার জেলা কৃষক দলের আহ্বায়ক দিপু হায়দার খান ও সদস্যসচিব শামীমুর রহমান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অব্যাহতির কথা জানানো হয়।
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে আলী আজম খান উথানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞত্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে আলী আজম খান উথান বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এর কোনো প্রমাণ যদি কেউ দিতে পারেন, তবে আর কোনো দিন রাজনীতি করব না।’
জেলা কৃষক দলের আহ্বায়ক দিপু হায়দার খান বলেন, ‘দলের পদ-পদবী ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে আজমকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
(ঢাকাটাইমস/২১নভেম্বর/এজে)
মন্তব্য করুন