টেকনাফে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন, থানায় মামলা
কক্সবাজারের টেকনাফে দৈনিক যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলার ঘটনায় মানববন্ধন করেছে সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজ।
বুধবার সকালে টেকনাফ সদর, ঝিমংখালী ও হোয়াইক্যং সহ বিভিন্ন স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় বুধবার রাতে সাংবাদিক আবুল কাশেম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা করেন।
মানববন্ধনে সাংবাদিক আবুল কাশেমের ওপর সন্ত্রাসী কর্তৃক গুলি বর্ষণ ও হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
মামলার বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ গিয়াস উদ্দিন জানান, থানায় মামলা এন্ট্রি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
(ঢাকা টাইমস/২১নভেম্বর/এসএ)
মন্তব্য করুন