বগুড়ায় ছাত্র আন্দোলনে নিহত রিকশাচালক মান্নানের লাশ উত্তোলন  

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৪, ১৯:৪৫
অ- অ+

বগুড়ায় সরকারের পতনের জন্য ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল মান্নানের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলার এরুলিয়া বানদিঘী পূর্বপাড়া গ্রামের কবরস্থান থেকে লাশ তোলা হয়।

পরে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বগুড়া শহরের বড়গোলা ট্রাফিক মোড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান রিকশাচালক আব্দুল মান্নান। এ ঘটনায় বগুড়া সদর থানায় পৃথক দুটি হত্যা মামলা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য কবর থেকে লাশ উত্তোলনের আবেদন করলে আদালত এই আদেশ দেন। আদালতের আদেশের প্রেক্ষিতে সোমবার লাশ উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ, মামলার তদন্ত কর্মকর্তা বগুড়ার গোয়েন্দা পুলিশের এসআই আরিফুল ইসলাম প্রমুখ।

বিষয়টি নিশ্চিত করে বগুড়ার কোর্ট পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, আন্দোলনে নিহত আব্দুল মান্নানের বাড়ি বগুড়া সদরের এরুলিয়া বানদীঘি পূর্বপাড়া। তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ৪ আগস্ট গুলিবিদ্ধ অবস্থায় নিহত হওয়ার পর ১১ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন তার ছেলে রানা হামিদ। ২৮ অক্টোবর বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য কবর থেকে মরদেহ উত্তোলনের আবেদন করে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহগুলো কবর থেকে উত্তোলনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বগুড়াকে নির্দেশ দিয়েছেন বিচারক।

(ঢাকা টাইমস/২৫নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি
গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, চালক নিহত
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বাংলাদেশ
কলকাতায় হাসপাতাল ব্যবসায় ধস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা