এবার চট্টগ্রাম নগরীতে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৪, ১৫:৫২| আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৬:০৯
অ- অ+

ঢাকার পর এবার চট্টগ্রাম নগরীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা কাজ করছেন।

মঙ্গলবার বিকালে বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মহানগরীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।’

এদিকে ঢাকা থেকে গ্রেপ্তারকৃত বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রামের আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হয়েছিল। সোমবার কৌশলে দেশত্যাগের সময় তাকে আটক করে চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার সকাল থেকে আদালত চত্বরে ছিল কিছু মানুষ। তারা চিন্ময় কৃষ্ণ’র মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এতে আদালতে আসা মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

এই ঘটনার পরপর সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। একইসঙ্গে সেখানকার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়।

এর আগে একইদিন রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের নামানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এসএস/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি প্রণয়নে জাইকার সহায়তা চায় বাংলাদেশ
ছেলে সন্তানের বাবা হলেন মুস্তাফিজ
সাবেক এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
ফেনীতে কৃষকের মনে কষ্টের মেঘ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা