ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, ১২:৫২| আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১০:৪২
অ- অ+
প্রতীকী ছবি

ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম যুবায়েরের বিরুদ্ধে জমি দখল ও লুটপাটের অভিযোগ করেছেন এস.এম রইস হায়দার নামে একজন।

বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের প্রায় অর্ধ শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এস.এম রইস হায়দার বলেন, ওয়াক্ফ সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে ঝালকাঠিতে বাড়ীঘরে অগ্নিসংযোগ ও লুটপপাট মামলার চার্জশিটভুক্ত আসামি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম যুবায়েরকে বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান ব্যারিস্টার এস.এম রইস হায়দার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা অরাজনৈতিক ব্যক্তি হিসাবে দীর্ঘ দিন ধরে পরিবারসহ ঢাকায় বসবাস করি। আমাদের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামে আমার পূর্বপুরুষের বিপুল পরিমাণ সহায়-সম্পত্তি ওয়াকফ স্ট্রেট হিসাবে পরিচালিত হয়ে আসছে। উক্ত ওয়াকফ স্ট্রেট অবৈধভাবে গ্রাস করার জন্য শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামের পরসম্পত্তি লোভী সৈয়দ উম্মাতুল ইসলাম দুলু মিয়া ও তাহার পুত্র সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম যুবায়ের (৩৮) একের পর এক মামলা-মোকদ্দমা করে ব্যর্থ হয়ে। একপর্যায়ে সৈয়দ যুবায়ের ওয়াকফ সম্পত্তি জবর-দখলের লক্ষে ঝালকাঠি জেলা জজ আদালত ও মহামান্য হাইকোর্টে বহুবার মামলা দায়ের করলেও কোন বৈধতা না থাকায় তারা সকল আদালতেই পরাজিত হয়।

ব্যারিস্টার রইস বলেন, আমাদের সম্পত্তি বেআইনী ভোগ-দখলের জন্য রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে গত ৫ আগস্ট সৈয়দ যুবায়ের একদল ভাড়াটে সন্ত্রাসীসহ রাজপাশা গ্রামে আমাদের বসত গৃহের ঐতিহ্যবাহী কাচারী ঘরখানা অগ্নিসংযোগ করে সম্পূর্ণ পুড়িয়ে দেয়। সন্ত্রাসী বাহিনী বসত গৃহের অভ্যন্তরে প্রবেশ করে ব্যাপক হামলা চালিয়ে আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে এবং স্টিলের আলমারি ভেঙে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪ লাখ টাকা লুণ্ঠন করে নিয়ে যায়। এসময় আশেপাশের লোকজনসহ নিরপেক্ষ সাক্ষীরা সন্ত্রাসীদের বাধা দিতে গেলে তারা বিএনপির বরাত দিয়ে সবাইকে জীবননাশের হুমকি প্রদর্শন করে।

রইস হায়দারের অভিযোগ, এই ঘটনায় আমি বাদী হয়ে গত ১৮ সেপ্টেম্বর ঝালকাঠি থানায় এজাহার দায়ের হয়। তদন্তকারী তদন্তে অভিযোগের সত্যতা পেলে সৈয়দ জিয়াউল ইসলাম যুবায়েরসহ আসামিদের বিরুদ্ধে ১৫ নভেম্বর আদালতে চার্জশিট প্রদান করেন। এরপর থেকে সৈয়দ যুবায়ের আমাকেসহ মামলার সাক্ষীদের খুন-গুম করা, মিথ্যা মামলার আসামি করে জেলে দেওয়াসহ নানবিধ হুমকি দিয়ে আসছে।

ব্যারিস্টার রইস লিখিত অভিযোগে আরও বলেন, বিএনপি নেতা সৈয়দ জিয়াউল ইসলাম যুবায়েরের অন্যায়-অপকর্মে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ও সুনাম মারাত্মক ভাবে ক্ষুন্ন হলেও জেলা বিএনপির সদস্যসচিবের সাথে পারিবারিক সুসম্পর্ক গড়ে তুলে সে তার ব্যক্তিস্বার্থ হাসিল করে যাচ্ছে। জেলা বিএনপির পক্ষ থেকে কোন ন্যায় সংগত বা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করায় তাহার দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য গত ২১ নভেম্বর বিএনপির মহাসচিববরাবর লিখিত অভিযোগ প্রদান করেছি।

তবে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিচক্ষন নেতা, জনাব তারেক রহমান এর দৃষ্টি আকর্ষন করছি এবং আমার অভিযোগসহ তথ্য-প্রমান যাচাই পূর্বক রাজনৈতিক লেবাসের আড়ালে নানা অপকর্মে লিপ্ত সুবিধাবাদী সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম যুবায়েরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের আবেদন জানাচ্ছি।

এই বিষয়ে বিএনপি নেতা সৈয়দ জিয়াউল ইসলাম যুবায়ের ঢাকা টাইমসকে বলেন, ব্যারিস্টার রইসের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। ব্যারিস্টার রইস যে সম্পত্তির কথা বলছেন সেটা আমাদের পারিবারিক সম্পত্তি। এই সম্পত্তি নিয়ে দীর্ঘদিন জেলা সিভিল কোর্টে মামলা ছিলো সেখানে আমরা মামলায় হেরে গেলে জজকোর্টে রায় আমাদের পক্ষে আসে। পরবর্তীতে তারা হাইকোর্টে আপিল করে। সেখানেও আমাদের পক্ষে রায় আসে।

ব্যারিস্টার রইসের বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপি নেতা জোবায়ের বলেন, যে বাড়ি দখল অগ্নিসংযোগের কথা বলছে সেই বাড়িতে রইসের ফুফা ইউপি আওয়ামী লীগের সভাপতি থাকতো। ৫ আগস্ট ওইখানে দুঃখজনক ভাবে বিক্ষুব্ধ জনতা হামলা ও ভাংঙর করে- যেটা আমি মোটেও সমর্থন করি না।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এলএম/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরিবারের সঙ্গে মিলেছে হারিছ চৌধুরীর ডিএনএ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ হাইকোর্টের
জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পর্ব শেষ করলো বাংলাদেশ
চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান জসীম উদ্দিন ঢাকায় গ্রেপ্তার
ইউটিউবে আরশ-তিশার ‘আহত ভালোবাসার ঘ্রাণ’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা