সোনারগাঁয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার, আটক ৩

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৪, ১২:২৭
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা চেকপোস্ট এলাকায় একটি প্রাইভেট কারে পাচারের সময় ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১২০০ পিস ইয়ারাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সাকিব (২৮) শরীয়তপুর শুভ গ্রামের আক্কাস পাটোয়ারীর ছেলে, শাহ আলম (৬২) ঢাকা কমলাপুর এলাকার মৃত হাতেম আলীর ছেলে, সাহেদুল ইসলাম জসীম (৫৫) চট্টগ্রাম ওয়াজদিয়া এলাকার মৃত রফিক আহমেদের ছেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ আব্দুল বারী জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক সরবরাহের জন্য ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(ঢাকা টাইমস/২৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত
প্যানিক অ্যাটাক কী, কেন হয়, কতটা ভয়ানক, করণীয়ই বা কী?
ফেনীর রাজত্ব নিয়ে দুই হাজারীর দ্বন্দ্ব
বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা