সোনারগাঁয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার, আটক ৩
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা চেকপোস্ট এলাকায় একটি প্রাইভেট কারে পাচারের সময় ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১২০০ পিস ইয়ারাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাকিব (২৮) শরীয়তপুর শুভ গ্রামের আক্কাস পাটোয়ারীর ছেলে, শাহ আলম (৬২) ঢাকা কমলাপুর এলাকার মৃত হাতেম আলীর ছেলে, সাহেদুল ইসলাম জসীম (৫৫) চট্টগ্রাম ওয়াজদিয়া এলাকার মৃত রফিক আহমেদের ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ আব্দুল বারী জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক সরবরাহের জন্য ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
(ঢাকা টাইমস/২৯নভেম্বর/এসএ)
মন্তব্য করুন