ভরা মৌসুমেও চড়া সবজির বাজার

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৪, ১৪:৩৯| আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৫:১২
অ- অ+

উত্তর জনপদের শস্যভান্ডার হিসাবে খ্যাত নওগাঁর আত্রাইয়ের হাটবাজার শীতকালীন তাজা সবজিতে ভরপুর হলেও দাম চড়া। অন্যান্য বছর শীতের এই সময়ে সবজি হাতের নাগালে থাকলেও এবার ছড়াচ্ছে উত্তাপ। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।

শনিবার উপজেলার ভবানীপুর-মির্জাপুর হাটসহ বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, নতুন আলু প্রতি কেজি ১৩০ টাকা, বাঁধাকপি ৫০-৬০ টাকা, ফুলকপি ৪০-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। শসা প্রতি কেজি ৫০-৬০ টাকা, মুলা ৩০-৪০, পুঁইশাক ২০-২৫, শিম ১০০, কাঁচা মরিচ ১০০, বরবটি ৮০-১০০, সাদা বেগুন ৬৫-৭০ ও মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি দরে। টমেটো ৬০-৮০, আদা ১৮০, রসুন ২১০-২৩০, শিম ৮০, মটরশুঁটি ১০০-১৩০, করলা ১০০, কাঁকরোল ৫০ টাকা।

উপজেলার ভবানীপুর বাজারের ব্যবসায়ী নয়ন বলেন, ‘এবার পাইকারি বাজারে সবজির দাম কিছুতেই কমছে না। এতে আমরাও কমিয়ে বিক্রি করতে পারছি না।’

বাজারে সবজি কিনতে আসা সাব্বির আহমেদ নামের এক ক্রেতা বলেন, ‘শীতের সময় সবজির দাম কম হওয়ার কথা ছিল। কিন্তু শীতকালীন সবজিতে বাজার ভরপুর হলেও সবজি চড়া দাম। এত টাকা দিয়ে সবজি কিনে পরিবার চালানো মুশকিল হয়ে পড়েছে।’

উপজেলার চৌবাড়ি থেকে কেনাকাটা করতে এসেছেন মো. জব্বার। বাজারে সবকিছুর দাম বেশি কেন বুঝতে পারছেন না তিনি। বলেন, ‘বাজারে তো সবই আছে। আমদানির জিনিস আছে, দেশে উৎপাদিত পণ্যও আছে। তাহলে দাম বেশি কেন?’

বিক্রেতারা বলছেন, সব ধরনের সবজির দাম তুলনামূলক বেড়েছে। কৃষকের সবজি উৎপাদনে খরচ বেড়ে যাওয়ায় খুচরা বাজারে শাকসবজির দাম বেশি।

ভবানীপুর বাজারের ব্যবসায়ী দেল মোহাম্মদ বলেন, সবজির দাম অন্যবারের তুলনায় বেশি। তবে সরবরাহের বড় কোনো ঘাটতি নেই।

দেল মোহাম্মদ আরও বলেন, ‘তবে আবহাওয়ার কারণে শীতের সবজিতে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। আশা করছি ১০-১২ দিনের মধ্যে সবজির দাম সবার ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।’

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভুয়া তথ্য ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ফেসবুককে আহ্বান প্রধান উপদেষ্টার
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক 
গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়ে যায়নি: মজনু 
বিদ্যুৎ খাত উন্নয়নে ৩০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা