সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ২০:২৬
অ- অ+

সাভারে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সাভারের নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক মেম্বার নাজিমউদ্দীন ও একই এলাকার আব্দুল আলেকের ছেলে মজিবুর রহমান। মজিবুর নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলেন।

আহত দুজন হলেন- শাহাবুদ্দিন ও আব্দুল জলিল।

নিহত মজিবুর রহমানের ভাগনে হাকিম কোম্পানি বলেন, আমার মামা মজিবুরসহ প্রাইভেটকারটিতে পাঁচজন ছিলেন। প্রাইভেটকারে করে মামা ও তার সঙ্গীরা সাভারের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে একটি যাত্রীবাহী বাস এসে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুজন। তাদের উদ্ধার করে একজনকে সাভারের এনাম মেডিকেলে ও অপরজনকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

(ঢাকা টাইমস/০২ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সম্পাদক সুজন-অয়ন গ্রেপ্তার 
জনগণের ঐক্যই নতুন একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাবে: জোনায়েদ সাকি 
খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী হোয়াইট গ্রেপ্তার 
ব্যক্তিগত সফরে কক্সবাজারে মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা