ভোলায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৪:০৯| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৪:২২
অ- অ+

ভোলায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মো. রায়হান জামিল শুভকে (২৬) আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার দিবাগত রাতে ভোলা সদর উপজেলার ১৩ নম্বর দিঘলদী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মো. রায়হান জামিল শুভের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী স্থানীয় জনসাধারণের সাথে অত্যাচার, জুলুম, চাঁদাবাজি, জমিদখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত সেখানে কোস্ট গার্ডের দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস, ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এলাকা থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, আটটি দেশীয় অস্ত্র (রামদা), একটি চাইনিজ ছুরি এবং ছয়টি স্টীলের পাইপসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মো. রায়হান জামিল শুভকে আটক করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীকে জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

(ঢাকা টাইমস/০৩ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত
প্যানিক অ্যাটাক কী, কেন হয়, কতটা ভয়ানক, করণীয়ই বা কী?
ফেনীর রাজত্ব নিয়ে দুই হাজারীর দ্বন্দ্ব
বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা