সুনামগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৫, ২২:১০
অ- অ+

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তে নিহত হওয়া ভারতীয় নাগরিক সারভেস মারাকের (২৮) লাশ হস্তান্তর করছে বিজিবি ও পুলিশ।

মঙ্গলবার বিকালে উপজেলার বাংলা বাজার ইউনিয়নের কলাউড়া সীমান্তের ১২৩৭ পিলারে পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের বিজিবি, বিএসএফ ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে লাশটি হস্তান্তর করা হয়।

নিহত সারভেস ভারতের মেঘালয় প্রদেশের শিলং জেলার চেলা থানার সীমান্ত এলাকার কাসিন্দা বস্তির গবিন মারাকের ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী কাছ থেকে জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামের এক কৃষক ফসলি জমিতে ইদুর মারার জন্য সাধারণ (গুনা) তার দিয়ে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে। সোমবার সেই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সারভেস। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তার লাশ হস্তান্তর করা হয়।

এ সময় বাংলাদেশের পক্ষে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক, সাব-ইন্সপেক্টর মোহন রায়, বাংলাবাজার ক্যাম্প কমান্ডার মো. সিরাজুল ইসলাম, ভারতের পক্ষে কাসিন্দা বিওপি, বিএসএফ ইন্সপেক্টর বিএস নয়াল, মেঘালয় প্রদেশের শিলং চেলা থানার অফিসার ইনচার্জ ইপ্রাইম রাইডংসহ বিজিবি, বিএসএফ ও পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক। তিনি বলেন, ‘দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়েছে।’

(ঢাকাটাইমস/১মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতে সিটি ব্যাংকে দুজন নতুন ডিএমডি
৫ আগস্ট গভীর রাত পর্যন্ত সংসদ ভবনে লুকিয়ে ছিলেন শিরীন, পলকসহ ১২ জন
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার আসামি গ্রেপ্তারে ডিএমপির পূর্বানুমতি সংক্রান্ত সার্কুলার স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা