মৌলভীবাজারে মধ্যরাতে আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৫, ১০:১১| আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১২:১৫
অ- অ+

মৌলভীবাজার জেলা সদরে সুজন মিয়া (৩৭) নামে এক তরুণ আইনজীবী খুন হয়েছেন। রবিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নিহত সুজন সদর উপজেলার হিলালপুর খিদির রোডের বাসিন্দা জহুরুল ইসলামের ছেলে এবং জেলা বারে সদ্য যোগ দেওয়া একজন আইনজীবী। তিনি এক সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে সহপাঠীরা জানিয়েছেন।

তবে কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহত সুজন মিয়ার সুরতহাল রিপোর্ট তৈরি করেন মৌলভীবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ শিবলু মিয়া।

তিনি ঢাকা টাইমসকে বলেন, ‘নিহতের গলার নিচে গভীর এবং অগভীর দুটি আঘাতের চিহ্ন রয়েছে। অজ্ঞাত ব্যক্তিরা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো এজাহার পাওয়া যায়নি।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাত আনুমানিক ১১টায় আইনজীবী সুজন মিয়া পৌরসভার সামনে একটি দোকানে বসে ফুসকা খাচ্ছিলেন। এসময় অজ্ঞাত কয়েকজন মোটরসাইকেলে এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পরপরই শত শত মানুষ হাসপাতালে ছুটে আসেন। এসময় নিহতের স্ত্রীসহ স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে কাতার
কুয়েটের ভিসি মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবি এনসিপির
উত্তরা কৃষক লীগের সহ-সভাপতি নেতা হানিফ গ্রেপ্তার
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি: কোহিনুর কেমিক্যালের সুপারভাইজার বিধান বাবু আটক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা