কুবিতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন

কুবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৪, ১৩:১৯
অ- অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুইটি হলের নাম পরিবর্তন এবং 'শহিদ আব্দুল কাইয়ুম হল' নামে নতুন একটি হলের নামকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার।

তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ এবং শেখ হাসিনা হলের পরিবর্তন করে ‘সুনীতি-শান্তি হল’ রাখা হয়েছে। এছাড়া, নতুন ক্যাম্পাসের ছাত্রহল-১ এর নামকরণ করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আব্দুল কাইয়ুমের নামে।

উল্লেখ্য, কুবি শিক্ষার্থী আব্দুল কাইয়ুম গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী গণঅভুত্থানে ‘লং মার্চ টু ঢাকা’ কার্যক্রমে অংশগ্রহণকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে সাভার এনাম মেডিকেলে চিৎিসাধীন অবস্থায় মারা হন। এছাড়া গত ৪ নভেম্বর শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে 'বিপ্লবী সুনীতি-শান্তি হল' নামকরণ করার জন্য হলটির প্রাধ্যক্ষ বরাবর আবেদন করেছিল ওই হলের আবাসিক শিক্ষার্থীরা।

(ঢাকা টাইমস/২২নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ববি বিজনেস ক্লাবের সভাপতি মিরাজ, সম্পাদক মিম
ফ্যাসিস্ট হাসিনার পতনে নরেন্দ্র মোদি কষ্টে আছে: ড. আবদুল কাদের
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার সব ধরনের চেষ্টা চলছে: মোশাররফ
অ্যাডিলেইড টেস্ট: স্টার্কের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৮০ রানে অলআউট ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা