পাঁচ বছর পর ‘বাউলা বাতাসে’ ফিরছেন রেজা করিম 

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৫, ২২:৪২| আপডেট : ২৮ মার্চ ২০২৫, ২২:৪৬
অ- অ+

দীর্ঘ ৫ বছর পর আবারও নিজের গান নিয়ে সংগীত জগতে আনুষ্ঠানিকভাবে ফিরছেন শিল্পী ও সাংবাদিক রেজা করিম। তাঁর নতুন মৌলিক গান ‘বাউলা বাতাসে’ এবার প্রকাশিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতরে। গানটি ‘ওভারডোজ’ এবং রেজা করিমের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। গানটি সংগীতপ্রেমীদের কাছে নতুন এক অনুভূতির মাত্রা যোগ করবে বলে শিল্পী ও কলাকুশলীদের।

প্রেম-বিরহের নিরন্তর অনুভূতিকে উপজীব্য করে রচিত হয়েছে গান ‘বাউলা বাতাসে’। গানটির কথা লেখার পাশাপাশি তাতে সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী নিজেই। গানটির সংগীতায়োজনে ছিলেন নাদিম ও জুয়েল মাহমুদ।

গানটি প্রসঙ্গে শিল্পী রেজা করিম বলেন, ‘বাউলা বাতাসের মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আমার নতুন কোনো গান প্রকাশ হতে যাচ্ছে, এটা নি:সন্দেহে অত্যন্ত আনন্দের। আমরা যারা গানটি তৈরির পেছনে ছিলাম, সবাই খুব আন্তরিকতা দিয়ে ভালো একটা কিছু করবার চেষ্টা করেছি। গানটি শ্রোতারা উপভোগ করবেন-এমনটাই প্রত্যাশা করছি।’

গানটির সংগীতায়োজনের কাজ নিয়ে নাদিম বলেন, ‘আমি খুবই খুশি যে, এই কাজের অংশ হতে পেরেছি। আমার এবং জুয়েল মাহমুদের সংগীতায়োজনে গানটি সত্যিই বিশেষ কিছু হয়ে উঠেছে। আমি নিশ্চিত, গানটি একবার শোনা হলে বারবার শোনার ইচ্ছা তৈরি হবে। ধন্যবাদ রেজা করিম ভাইকে, এত সুন্দর একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য।’

সংগীতপ্রেমীদের জন্য এটি এক নতুন চমক, যেটি বাংলা গানের সমৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এর আগে নিকোটিন, পাখি, পাগলসহ রেজা করিমের আরো কিছু প্রকাশিত গান শ্রোতা মহলে প্রশংসা কুড়িয়েছে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা