কারিনার প্রিয় খাবার থাই বা চাইনিজ নয়, নাম শুনলে চমকে যাবেন

স্বাস্থ্য ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৫, ১৪:১৩
অ- অ+

বলিউডের একজন অন্যতম অভিনেত্রী কারিনা কাপুর এক দশক আগে যেমন ছিলেন, এখনো ঠিক তেমনই আছেন। চির সবুজ কারিনার সৌন্দর্যের রহস্য হলো, তিনি কঠোরভাবে খাদ্য নিয়ন্ত্রণ বা ডায়েট করেন। তবে চিকেন স্টু এবং সালাদ খাবারের ভিড়ে তিনি ভালবাসেন এমন একটি খাবার, যেটা দুদিন না খেলেই তার মন খারাপ হয়ে যায়।

করিনা কাপুর খান, বলিউডের এমন একজন অভিনেত্রী যিনি প্রথম জিরো ফিগারের অধিকারী হয়ে খ্যাতি অর্জন করেছিলেন। দুই সন্তানের মা হওয়ার পরেও তিনি নিজের ফিগার ঠিক আগের মতোই ধরে রেখেছেন। প্রপার ডায়েট মেইন করে এই অসাধ্য সাধন করেন তিনি। তবে এত কিছুর মধ্যেও এমন একটি খাবার রয়েছে যেটি না খেলে বেবোর দিন কাটে না।

সম্প্রতি মুম্বায়ের সেলিব্রিটি পুষ্টিবিদ রুজুতা দিওয়েকরের নতুন বই ‘দ্যা কমন সেন্স ডায়েট’ বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন করিনা কাপুর খান। এই অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রপার ডায়েট নিয়ে কথা বলেন অভিনেত্রী। তবে এখানেই শেষ নয়, তিনি নিজের পছন্দের এমন একটি খাবারের কথা বলেন, যেটা না খেলে নাকি ঘুমই আসে না তার।

করিনা বলেন, ‘আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। আমি যদি দুদিন খিচুড়ি না খাই তাহলে আমার মন ভালো থাকে না। এটা যেমন তাড়াতাড়ি তৈরি করা যায় তেমন এটি খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। জল না খেয়ে যেমন মানুষ বাঁচতে পারে না তেমন আমি খিচুড়ি না খেয়ে বাঁচতে পারব না।’

(ঢাকাটাইমস/৫ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের
পূর্ব রাজাবাজারে রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে এলাকাবাসীর সঙ্গে রাজউক চেয়ারম্যানের মতবিনিময়
চীনের বিশেষ হাসপাতাল ঠাকুরগাঁওয়ে স্থাপনের দাবিতে ঢাকায় মানববন্ধন
তিন দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা