আড়াল ভেঙে ‘মুজিব’ নিয়ে মুখ খুললেন আরিফিন শুভ

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৯ মে ২০২৫, ১৫:৪৮
অ- অ+

শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ অভিনয় করে ব্যাপক আলোচনায় ওঠে এসেছিলেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। এর মাঝে গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি ছিলেন নিরব। বলিউডের একটি প্রজেক্টে কাজ শেষ করে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেছেন তার ১টাকা পারিশ্রমিক ইস্যু, পুর্বাচলে প্লটবির্তকসহ নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আওয়ামী সরকারের আমলে সুবিধা নেয়া শিল্পীরা বেশ বিপাকে পড়েন, বিতর্ক উঠে শুভকে নিয়েও।

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় ‘মুজিব’ চরিত্রে অভিনয়ের জন্য এক টাকা পারিশ্রমিক নিয়েছেন এ প্রসঙ্গে আরিফিন শুভ এই সমালোচনাকে বড় একতরফা বলছেন।

তার ভাষ্য, ‘শ্রমের মূল্য একজন মানুষ নিজেই নির্ধারণ করেন। এটাই কি স্বাভাবিক নয়? আপনি কি আপনার বেতন নিজে ঠিক করেন না? বলেন তো, এত টাকার কম হলে আমি এখানে জয়েন করব না; সেটা কি অপরাধ? আমি যদি ১০০ টাকায় সিনেমা করি, আর ‘মুজিব’ করতে ১০ হাজার টাকা নিই—তাহলে সমালোচনার জায়গা ছিল। কিন্তু আমি তো উল্টোটা করেছি। পারিশ্রমিক নিইনি। টাকা না নিয়ে চুরি-ডাকাতি করিনি, দেশের ক্ষতি করিনি। আর হ্যাঁ, এটা প্রথম না। কাজের ক্ষেত্রে টাকাকে আমি কখনো সবচেয়ে বেশি গুরুত্ব দিইনি। আমার কাছে গুরুত্ব পায় টিম, গল্প এসবই। সবশেষ ‘উনিশ ২০’র কথাই ধরুন, যে অঙ্কে চুক্তি হয়েছিল, পুরোটা নিইনি। কেন নিইনি, সেটা চাইলে প্রযোজকের কাছে জিজ্ঞেস করে জেনে নিতে পারেন।’

গুঞ্জন আছে, এক টাকা পারিশ্রমিকের বিপরীতে আরিফিন শুভ পূর্বাচলে রাজউকের জমিও পেয়েছেন। এ বিষয়ে শুভ বলেন, ‘এক টাকার পারিশ্রমিক আর পূর্বাচলে প্লট এই দুটোকে এক সুতায় গেঁথে যে গল্পটা ছড়ানো হয়েছে, সেটা যতটা মুখরোচক, বাস্তবতা থেকে তা ঠিক ততটাই দূরে। ফেসবুকে তো যেকোনো কিছু বলা যায়, সেখানে প্রমাণ লাগে না, দায় নিতে হয় না। কিন্তু বাস্তবে তো জবাবদিহিতা আছে। আমি কি প্রথম শিল্পী, যে রাজউকের প্লট পেয়েছি? ‘শিল্পী’ কোটায় আগেও ১৫১ জন প্লট পেয়েছেন। তাদের মধ্যে তো কেউ ‘মুজিব’ সিনেমায় অভিনয় করেননি, কেউ এক টাকা পারিশ্রমিক নেননি। তাহলে তারা কিভাবে পেলেন? আমি যেভাবে নিয়ম মেনে আবেদন করেছি, সরকার নির্ধারিত অর্থ জমা দিয়েছি, বাকিরাও ঠিক একইভাবে পেয়েছেন। কিন্তু আমার ক্ষেত্রে গল্পটা আলাদা করে বলা হচ্ছে, যেন এই দুটি ঘটনা একে অন্যের বিনিময়। আসলে যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য তথ্যভিত্তিক প্রশ্ন তোলা নয়, জনমনে বিভ্রান্তি তৈরি করা। আর আমরা জানি, বিভ্রান্তি তৈরির জন্য সত্যের চেয়ে মুখরোচক গল্পই বেশি কাজে দেয়।’

এরপর নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘নির্বাচনে যেতে চাইলে তো মনোনয়নপত্র কিনতে হতো। আমি কি সেটা করেছি? নির্বাচনে দাঁড়াতে হলে তো রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে হয়। আপনি আমাকে কখনো দেখেছেন তেমন কিছু করতে? যখনই ‘মুজিব’ সিনেমা করলাম, তখন থেকেই নানা গুঞ্জন আমি নাকি এমপি হচ্ছি, এক টাকা পারিশ্রমিক নিয়েছি সুবিধা পাওয়ার জন্য। অথচ বাস্তবে এমন কিছু ঘটেছে কি? ‘মুজিব’ সিনেমা করে আমি যদি কোনো বিশেষ সুবিধা নিয়ে থাকি, আপনি অনুসন্ধান করে প্রমাণসহ সবাইকে জানান। আর এই ছবি করার অনেক আগেই স্পষ্ট করে বলেছি, আমি কখনো রাজনীতিতে জড়াব না। এটি আমার সচেতন এবং ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ চাইলে সেই বক্তব্যের রেকর্ডও খুঁজে পাবেন। রাজনীতি আমার পথ নয়, আমি শুধু অভিনয়টা বুঝি, আর সেটা নিয়েই থাকতে চাই।’

আগামীতে যদি আপনাকে জিয়াউর রহমানের বায়োপিকে অভিনয় করতে বলা হয়, করবেন? এমন প্রশ্নে আরিফিন শুভ বলছেন, বেন কিংসলে মহাত্মা গান্ধীর চরিত্র করেছেন, মরগান ফ্রিম্যান আর ইদ্রিস এলবা নেলসন ম্যান্ডেলার ভূমিকায় অভিনয় করেছেন। তার মানে কি তারা ওই গোষ্ঠীর প্রতিনিধি হয়ে গেছেন? তাহলে আমার ক্ষেত্রে এ প্রশ্নটাই বা আসে কেন? আমি একজন অভিনেতা। আমার কাজ চরিত্রে ঢুকে সেই চরিত্রকে জীবন্ত করে তোলা। আমাকে যেকোনো চরিত্রে পরিচালক যোগ্য মনে করলে, আমি বরাবরই প্রস্তুত।

শুভ জানান, তিনি আগাগোড়া একজন অরাজনৈতিক মানুষ।

আগামীতে নিজের কাজ প্রসঙ্গে শুভ বলেন, “আমার আগামী ছবি ‘নীলচক্র’ রিলিজ পাচ্ছে ঈদে। তারপর ‘নুর’, ‘ঠিকানা বাংলাদেশ’, ‘লহু’ ‘জ্যাজ সিটি’ রয়েছে।

(ঢাকাটাইমস/২৯মে/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘণ্টায় আরও ২১২ জন ডেঙ্গু আক্রান্ত
স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া
চাঁদপুরে সরকারি চাল উদ্ধার, গ্রাম পুলিশ আটক
আড়ম্বর আয়োজনে আরআরএফের দুই কর্মকর্তাকে বিদায় জানালেন ঢাকা রেঞ্জ ডিআইজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা