ডেঙ্গুতে এক দিনে ১০ জনের মৃত্যু, ছয়জনই ঢাকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৪, ১৮:৫৪| আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৯:২৩
অ- অ+

এডিস মশাবাহিত প্রাণঘাতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘন্টায় এ ১০ জনের মৃত্যু হলো। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭১ জনে। অপরদিকে মশাবাহী রোগটিতে আক্রান্ত হয়ে গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯০ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের ৩২৬ জন, ঢাকা বিভাগে ২৩৪ জন, বরিশাল বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, খুলনা বিভাগে ১৪৬ জন, রাজশাহী বিভাগে ৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে একজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৮ হাজার ৭১৫ জন। এর মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা বিভাগে একজন (সিটি করপোরেশনের বাইরে), ৩ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন, বরিশাল বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগের একজন রয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৭১ জনের। এর মধ্যে নারী ৫১ দশমিক ৪০ শতাংশ এবং পুরুষ ৪৮ দশমিক ৬০ শতাংশ।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৯৮৬ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ৮৪ হাজার ৭২২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের পররাষ্ট্রসচিব আসতে পারেন আগামী সপ্তাহে
সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন
বিজেপির হুমকির পরও বেনাপোলে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার স্বাভাবিক
ইউএনওর প্রত্যাহারের দাবিতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা