যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রে রাশিয়ায় ইউক্রেনের হামলা
রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি একাধিক এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো রুশ ভূখণ্ডে হামলায় মার্কিন অস্ত্র ব্যবহার করল কিয়েভ। খবর আরটির।
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার গভীরে হামলার জন্য মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার একদিন পরই এই হামলা চালাল ইউক্রেনীয় বাহিনী। যদিও মস্কো বরাবরই হুঁশিয়ারি দিয়ে আসছে, পশ্চিমা অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধ শুরু করবে।
মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী মঙ্গলবার ভোরে রাশিয়া অভ্যন্তরে ছয়টি দূরপাল্লার এটিএসিএমএস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা— এস-৪০০ এবং প্যান্টসির মাধ্যমে ইউক্রেনের ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয় এবং একটি ব্রায়ানস্ক অঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে রুশ সামরিক বাহিনী।
ইউক্রেনীয় মিডিয়া জানিয়েছে, কিয়েভ প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার সামরিক ঘাঁটিতে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফুটেজও প্রকাশ করে ইউক্রেনীয় বাহিনী।
এদিকে মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির নতুন পরমাণু নীতি অনুমোদন দিয়েছেন।
নতুন এই নীতিতে বলা হয়েছে, যেসব দেশের পরমাণু অস্ত্র নেই, তাদেরকে যদি তৃতীয় কোনো দেশ বা পক্ষ এ ধরনের বিধ্বংসী অস্ত্র প্রদান করে— সেক্ষেত্রে সেসব দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে রাশিয়া।
(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এমআর)
মন্তব্য করুন