কাদের-কামালসহ ১০ হেভিওয়েটের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে চিঠি

জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক আসামি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট রিপোর্টারদের সাথে মতবিনিময় শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, ‘এই ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে আইজিপি বরাবর আমরা চিঠি দিয়েছি।’
ওবায়দুল কাদের ও কামালসহ যে ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে চিঠি দেওয়া হয়েছে তারা হলেন— জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, হাসান মাহমুদ, আ ক ম মোজাম্মেল হক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত, তারিক আহমেদ সিদ্দিকী।
(ঢাকাটাইমস/১০এপ্রিল/এজে)

মন্তব্য করুন